রাজধানীতে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬
ফাইল ছবি
রাজধানীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। দারুস সালাম ও মতিঝিল এলাকায় গতকাল (শুক্রবার) এ দুই অভিযান চালানো হয়।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে র্যাবের-৪ এর সিনিয়র এসপি সাজেদুল ইসলাম জানান, রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) র্যাব-৪ এর একটি দল দারুস সালাম এলাকায় গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা আসছে বলে খবর পাওয়া। পরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা, চারটি গরু, একটি মোবাইল ও নগদ ১২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। এসময় ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করে র্যাব।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি জানায়- সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশলে রাজধানীর মিরপুরসহ আশেপাশের এলাকায় সরবরাহ করত।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
এদিকে, রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবাবিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন- সজিব হোসেন (৩৬), রুবেল ওরফে শুভ (২১), আব্দুর রহমান ড্রাইভার (৪৫), রিয়াজ হোসেন ওরফে মুন্না (২৬) ও তাজমীর আহম্মেদ রনি(৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ডিআইটি এক্সটেনসন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এমএসি/ওএফ/এনএফ