ফাইল ছবি

রাজধানীর মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। বুধবার (১৬ মার্চ) বেলা ১টা ৩৬ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার জানান, দুপুর ১টা ৩৬ মিনিটে আগুনের খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আরেকটি ইউনিট ইতোমধ্যে রওনা হয়েছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এআর/এসকেডি