করোনায় মৃত এক ব্যক্তির দাফন- ফাইল ছবি

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ২৪২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৬৭ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে চার লাখ ৯৯ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩৫ হাজার ৬০১ জন।

দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকার। এর ঠিক ১০ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে ১৬০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয় ১২ হাজার ৫টি। অ্যান্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩০০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৬২ হাজার ৩৬৩টি। এর মধ্যে সরকারিভাবে ২৪ লাখ ৪১ হাজার ২৪২টি এবং বেসরকারিভাবে ছয় লাখ ৬ লাখ ২১ হাজার ১২২টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৩০ শতাংশ। পরীক্ষা বিবেচনায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২০ শতাংশ ও মৃত্যুহার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৮ জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৫২২ জন এবং নারী এক হাজার ৭২০ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ২৫ শতাংশ এবং নারী ২৩ দশমিক ৭৫ শতাংশ। ২৫ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায়, ষাটোর্ধ্ব রয়েছেন ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন।

মৃত ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে চার, রাজশাহীতে এক, রংপুরে এক, খুলনা দুই, এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন দুজন করে রয়েছেন।

টিআই/এফআর