মিক্সার মেশিনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
রাজধানীর মালিবাগ মোড় এলাকায় ক্রাউন সিমেন্টের মিক্সার মেশিনের একটি ট্রাকের ধাক্কায় আসিফ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ৮টার দিকে তিনি মারা যান।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের বাবার নাম মোহাম্মদ ইসলাম মিয়া।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ