নরসিংদীর ভোট নিয়ে সিইসিকে স্বতন্ত্র প্রার্থীর নালিশ
নির্বাচন কমিশন। ফাইল ছবি।
নরসিংদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এজন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নরসিংদী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আমি এস এম কাইয়ুম, নরসিংদী পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতীক বরাদ্দের পর আমি নির্বাচনী প্রচারণা শুরু করলে মেয়র পদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাফুর সমর্থকরা আমার নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করতে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
তার হাজারো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে ও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে কাইয়ুম আরও বলেন,র্যাব ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী সন্ত্রাসীদের দিয়ে আমার সমর্থকদের নানারকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
লিখিত অভিযোগে জানানো হয়, বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সামনে প্রকাশ্যে নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পৌরসভার সামনে শহরের মূল রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে বড় করে মঞ্চ নিয়ে সমাবেশ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বিষয়গুলো নিয়ে একাধিকবার জড়িতদের নামের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নরসিংদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে কোনো প্রতিকার পাইনি। পেশাদার খুনি, সন্ত্রাসী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। এতে একদিকে আমার নির্বাচনী কার্যক্রমে তারা বাধা দিচ্ছে অন্যদিকে প্রকাশ্যে চলাফেরা করায় জনমনে ভোট নিয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বিজ্ঞাপন
নরসিংদী পৌরসভায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে অভিযোগে তিনি আরও বলেন, নির্বাচনে অতিরিক্ত মাজিস্ট্রেট ও বিজিবি-র্যাব-পুলিশ সদস্য মোতায়েন করতে হবে। ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মীরা নির্বাচনের আগের রাতেই ভোট দিয়ে ফেলবে বলে ভীতি ছড়াচ্ছে। এজন্য নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর দাবি জানাচ্ছি।
১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছেন ৯৯ হাজার ৪৫৪ জন।
এসআর/এনএফ