বিদায়ের পথে শীত
প্রকৃতিতে বাজছে শীতের বিদায়ঘণ্টা। ছবি : ঢাকা পোস্ট।
শীতের রেশ কাটতে শুরু করেছে। কমেছে কুয়াশাও। দুই-একটি এলাকা ছাড়া অধিকাংশ স্থানেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। সাতদিন পর আর শীতের দেখা পাওয়া বেশ কঠিনই হবে। বলা যায়, বিদায় নিতে যাচ্ছে শীত। গত দুই সপ্তাহ আগেও দেশজুড়ে যে তীব্র শীত ও কুয়াশার আবহ ছিল তার দেখা এ মৌসুমে আর মিলবে না।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশের আবহাওয়া পরিস্থিতি জানাতে গিয়ে এ মন্তব্য করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, সারাদেশে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। এখন রাতে একটু শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। তবে দিনে শীতের দেখা মিলবে না।
বিজ্ঞাপন
এই আবহাওয়াবিদ ঢাকা পোস্টকে বলেন, উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে হালকা কুয়াশা পড়তে পারে। সাথে থাকবে শীতের আমেজ। তাছাড়া বড় কোনো পরিবর্তন নেই আবহাওয়ায়। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই জায়গাতেই আগের দিনের তুলনায় গতকাল তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যা এখন নেই। শুধু রাজারহাটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেখা গেছে।
বিজ্ঞাপন
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী ৪ দিনের বর্ধিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৪ শতাংশ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে চলতি মাসের শেষ দিকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও দেখছে আবহাওয়া অফিস। তবে চলতি মৌসুমে আর শৈত্যপ্রবাহসহ শীতের কোনো দাপট দেখা যাবে না।
একে/এসএসএইচ/এনএফ