ঢাকা ওয়াসার তিন উপ-সহকারী প্রকৌশলীকে নিজ কর্মস্থল থেকে অন্য বিভাগে বদলি করেছে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। ওয়াসার সচিব (আ: দ:) প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (১০ ফেব্রুয়ারি) তিন প্রকৌশলীকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার তিন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হলো। বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলীদের মধ্যে মো. আসাদুজ্জামনকে কেন্দ্রীয় ভান্ডার থেকে মডস-১০ জোনে বদলি করা হয়েছে। একইভাবে হাবিবুর রহমানকে জেনারেটর বিভাগ থেকে উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্যে ভূমি অধিগ্রহণ প্রকল্পে ও শামছুন নাহারকে সংগ্রহ বিভাগ-২ থেকে জেনারেটর বিভাগে বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়েছে, ওয়াসার কাজের স্বার্থে এই তিন সহকারী উপ-প্রকৌশলীকে বদলি করা হলো। আদেশ জারির পর আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ আদেশ কার্যকর করতে হবে।

এএসএস/ওএফ