বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে পরিবেশ দূষণকারী ১৮টি কেমিক্যাল। এ সংক্রান্ত অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্টকহোম কনভেনশনে আমাদের পরিবেশ দূষণকারী বা বিষাক্ত এরকম ১৮টি কেমিক্যাল সিলেক্ট করেছেন। সিলেক্ট করে বলা হয়েছে পৃথিবীর সব জায়গা থেকে নিষিদ্ধ করে দিতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশও এটাকে সমর্থন করতে চাচ্ছে। আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের সব রকমের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নার সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে, এ ১৮টি কেমিক্যাল নিষিদ্ধ করে দেওয়া দরকার। সে জন্য তারা রাজিও হয়েছে।

এসএইচআর/আইএসএইচ