একসঙ্গে কাজ করবে রেড ক্রিসেন্ট ও আবহাওয়া অধিদপ্তর
সহযোগিতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর
পারস্পারিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সরকারের সাবেক সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন এবং আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
রেড ক্রিসেন্ট জানায়, আবহাওয়া পূর্বাভাসের ওপর নির্ভর করে সোসাইটির পরিচালিত বিভিন্ন কার্যক্রমের পরিধি বাড়ানো ও বাস্তবায়নে সহযোগিতা করাই এ সমঝোতা স্মারকের অন্যতম উদ্দেশ্য। এর আওতায় প্রতিষ্ঠান দুটি আরও দ্রুত প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবে। এতে করে আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম/অর্থায়নসহ (এফবিএ/এফ) অন্যান্য কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠান দুটোর জন্য আরও সহজ হবে।
রেড ক্রিসেন্ট বলছে, এ সমঝোতা দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও এ চুক্তি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগপ্রবণ এলাকা থেকে মানুষদের উদ্ধার করা থেকে শুরু করে তাদের থাকা-খাওয়া ও তাৎক্ষণিক চিকিৎসা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, এ সমঝোতা স্মারক আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে প্রাতিষ্ঠানিক সেতু বন্ধন তৈরি করবে। যার সুফল দেশের মানুষ পাবে। তিনি বলেন, মানুষ যতো আধুনিক হয়, আবহাওয়ার উপর তাদের নির্ভরশীলতা ততোই বাড়বে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রেড ক্রিসেন্ট ও সিপিপির স্বেচ্ছাসেবকরা দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পরপরই উপকূলীয় এলাকার জনগণকে আশ্রয় কেন্দ্রে আনাসহ সতর্ক সংকেত প্রচারে কাজ শুরু করে দেয়। এর ফলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতির মাত্রা একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এ প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক সোসাইটির চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি মনে করি।
এনআই/এমএইচএস