কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় মিস্ত্রি নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় শরিফুদ্দিন হারুন (৫২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত শরিফুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।
বাবার নাম- মৃত তোফায়েল আহমেদ। বর্তমানে শাহজাহানপুর পানির ট্যাঙ্কি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আজ সকালে কমলাপুর স্টেশন লেকেসেটের একটি ট্রেনের ইঞ্জিনের মেরামতের কাজ করছিলেন শরিফুদ্দিন হারুন ও তার সহযোগী বাবুল হোসেন।
এ সময় আরেকটা ইঞ্জিনের সঙ্গে চাপা লেগে শরিফুদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে দিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএসি/এফআর