ঢাকার বুড়িগঙ্গায় একটি বিলাসবহুল লঞ্চে অভিযান চালিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার দায়ে ৪৯ জন নারীসহ মোট ৯৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট এলাকায় সদরঘাট থেকে চাঁদপুরগামী ওই বিলাসবহুল লঞ্চে অভিযান পরিচালনা করে।

র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০ এর দলটি জানতে পারে যে, ঢাকা-চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামক বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হবে। ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটির কয়েকজন সদস্য সাধারণ যাত্রী বেশে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম ভি রয়েল ক্রুজ-২ লঞ্চে অবস্থান নেন। লঞ্চ ছাড়ার পর লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হলে, লঞ্চটি থামাতে চেষ্টা করলে লঞ্চের ক্রুরা অসহযোগী মনোভাব দেখান।

নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মাদক বিক্রি, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ

পরে দলের অন্যান্য সদস্যরা দুটি ট্রলারে করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট অঞ্চলের মাঝ বুড়িগঙ্গায় লঞ্চটিকে আটক করতে সক্ষম হন। এ সময় লঞ্চ থেকে ১৩০পিস ইয়াবা, ১০৫ লিটার চোলাই মদ, ২ লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক বিক্রেতা এবং ৮৩২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩০ পিস ছবি, ১টি ব্যানার ও নগদ ৩ লাখ ৫২ হাজার টাকাসহ ১০ জুয়ারিকে আটক করা হয়। এছাড়াও অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ৭৯ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় এ অসাধু লোকেরা অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে মাদক বিক্রি, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএইচ/এমএইচএস