সাংবাদিক শাহীন রেজা নূর আর নেই
শাহীন রেজা নূর
প্রখ্যাত সাংবাদিক ও প্রজন্ম’৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর আর নেই। তিনি অগ্ন্যাশয় এর ক্যান্সারে ভুগছিলেন।
তিনি বাংলাদেশ সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে কানাডার ভ্যাংকুভারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিজ্ঞাপন
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে তিনি দেশে আসার চেষ্টা করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে পারেননি। মুক্তিযোদ্ধার সন্তান শাহীন ভাই চেয়েছেন এদেশের মাটিতেই যেন তার চিরনিদ্রা হয়। তার শেষ ইচ্ছা যেন পূরণ হয় সেই প্রার্থনা। আমার দীর্ঘদিনের সহকর্মী শাহীন ভাই। অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ছে। অত্যন্ত বড় মনের একজন প্রগতিশীল মানুষ। তার মৃত্যুতে সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল। তার আত্মার শান্তি কামনা করি। গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
এদিকে দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শাহীন রেজা নূরের মৃত্যুতে বাঙালি জাতি একজন, দেশপ্রেমিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী ব্যক্তিত্বকে হারালো। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিজ্ঞাপন
শাহীন রেজা নূরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন ও সুসংহত করতে এবং রাজাকার, আল বদর, আল শামসসহ দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে শাহীন রেজা নূরের সুদৃঢ় অবস্থান নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর শুধু তার লেখনীর মাধ্যমেই নয় ব্যক্তিজীবনেও তিনি দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছেন। তিনি শুধু ‘প্রজন্ম ৭১’ গড়ে তোলায় নেতৃত্বই দেননি, একইসঙ্গে তিনি কুখ্যাত আল বদর নেতা, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
শোকবার্তায় ডিএসসিসি মেয়র শাহীন রেজা নূর এর রুহের মাগফেরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৯৮২ সালে তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সংসদ সদস্য শামসুদ্দীন মোল্লার মেয়ে খুরশীদ জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই পুত্র সন্তানের জনক। স্ত্রী গৃহিনী। বড় ছেলে সৌরভ রেজা নূর ও ছোট ছেলে আবির রেজা নূর।
এএসএস/ওএফ