ঢাকা-কাঠমান্ডু সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে ভিডিও প্রকাশ
বাংলাদেশ ও নেপালের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে। ‘ফ্রেন্ডশিপ’ টাইটেলে তৈরি করা ভিডিওটিতে দু’দেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
নেপালের বাংলাদেশ দূতাবাস ভিডিওটি প্রকাশ করেছে বলে মঙ্গলবার নেপালের গণমাধ্যম দ্যা হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ‘ফ্রেন্ডশিপ’ টাইটেলে করা ভিডিওটিতে বাংলাদেশের সমুদ্র সৈকত, নেপালের পাহাড়, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক দিকগুলোর বৈচিত্র্য ও মিল তুলে আনা হয়েছে। এতে বিশেষভাবে দু’দেশের অর্থনৈতিক এজেন্ডার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে ক্লিন এনার্জির ক্ষেত্রে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশের জন্য প্রধান উৎস হতে পারে।
১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নেপাল। দু’দেশ সার্ক এবং বিমসটেকসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মে একে অপররে সহযোগিতা করে আসছে।
বিজ্ঞাপন
এনআই/ওএফ