কেউ ১৫-১৬ ঘণ্টা থেকে লাইনে দাঁড়িয়ে, কেউ সাহরির সময় থেকে চাঁদর নিয়ে বসে গেছে রাস্তায়। কিছুক্ষণ পরপর হইচই, দৌড়াদৌড়ি। এটি যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারের সামনের চিত্র। ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সংবাদে এপ্রিলের শুরুর দিক থেকেই ভিসা করাতে যাচ্ছেন অনেক বাংলাদেশি পর্যটক।

তবে রোববার থেকে ভিসা সেন্টারটিতে মানুষের অসংখ্য ভিড় দেখা যায়। সর্বশেষ মঙ্গলবার ভিসা আবেদনের ভিড় গিয়ে ঠেকে কুড়িল বিশ্বরোডের ওভার পাসের সামনে।

সর্বশেষ বুধবারও ঘটে একই ঘটনা। সকাল ৮টার দিকে ভিসা সেন্টারের গেটর মধ্যরাত থেকে লাইনে দাঁড়ানো ভিসাপ্রার্থীরা হইচই ও দৌড়াদৌড়ি করে যমুনা ফিউচার পার্কেট নিরাপত্তা বেষ্টনী টপকে ভিসা সেন্টারে প্রবেশ করেন। এসময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে আবেদনকারীদের বাকবিতণ্ডা হয়।

নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মী সাদিকুর রহমান নয়ন। নিজ বাসা মিরপুর থেকে মঙ্গলবার মধ্যরাত ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান করেছেন তিনি। একটি চাঁদর নিয়ে তিনবন্ধু বসেছিলেন সারারাত। আবেদনপত্র জমা দিতে পেরেছেন দুপুর ১টার দিকে। নয়ন ঢাকা পোস্টকে বলেন, আমি ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাসপোর্ট করেছিলাম। পাসপোর্ট করার অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হলে সিকিম-গ্যাংটক-দার্জিলিং যাওয়া। অবশেষে সেই সুযোগ এসেছে। ২/৩ দিন ধরেই দেখছিলাম যে ভিসা সেন্টারে প্রচুর ভিড় হচ্ছে। তাই তারাবির নামাজ শেষ করে বন্ধুরা মিলে একসঙ্গে চলে এসেছিলাম। রাতে যমুনা ফিউচার পার্কের বাইরে লাইনে ছিলাম। সকালে ফিউচার পার্কের ভেতরে এবং ভিসা সেন্টারের ভেতরে দুটি লাইনে দাঁড়াতে হয়েছে। সবমিলে ৩ জনের কাজ শেষ করতে ১টা বেজেছে।

আজাদ হোসেন নামে আরেক আবেদনকারী জানান, মঙ্গলবার মধ্যরাত ৩টায় লাইনে দাঁড়িয়ে দুপুর আড়াইটায় আবেদনপত্র জমা দিয়েছি।

কে এম মজিবুর রহমান নামে আরেকজন বলেন, আমি সোমবার ভোর ৬টায় লাইনে দাঁড়িয়েছি। বেলা ১১টায় বাইরে এসেছি। ৮০০ জনের বেশি লোক টোকেন নিতে না পেরে ফিরে গিয়েছে।

মঙ্গলবার ভিসা সেন্টারে পাসপোর্ট নিতে আসা আদিব চৌধুরী বলেন, আমি সপ্তাহখানেক আগে ভিসা আবেদন করি। মঙ্গলবার দুপুর ১ টার দিকে গিয়ে সাড়ে ৩টায় ভিসাসহ পাসপোর্ট নিয়ে ফিরে এসেছি। সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা, পাসপোর্ট নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি, হাতাহাতি গালাগালি, হুমকি-ধমকি ইত্যাদি চলছিল।

আইভিএসি খোলা থাকবে বাড়তি সময়
এদিকে গত কয়েকদিনের ভারতীয় ভিসা সেন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের পরিপ্রেক্ষিতে সেন্টারগুলো বাড়তি সময় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)।

আইভিএসি জানায়, বুধবার থেকে পুরো রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।

করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে। 

২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল। এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হয়েছে ভারতে। একই দিন থেকে বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ট্যুরিস্ট ভিসা।

এআর/এসএম