লালবাগে আগুন : সূত্রপাত ওয়েল্ডিংয়ের ফুলকি
রাজধানীর লালবাগের শহীদনগরে আগুনে পুড়ে ছাই হয়েছে চারটি প্লাস্টিক কারখানা। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ঘটে এ দুর্ঘটনা। কারখানাগুলোতে তৈরি করা হতো প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে
দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
বিজ্ঞাপন
সন্ধ্যায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, দুপুরের দিকে প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকায় আগুন নিভাতে আমাদের বেগ পেতে হয়। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে গেছে।
তিনি বলেন, আগুনে চারটি কারখানা পুড়ে যায়। কারখানা চারটির মালিক ছিলেন আনিসুর রহমান, আবুল কালাম, মাসুদ ও সাব্বির মিয়ার। ওই কারখানাগুলোতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো। ওয়েল্ডিং এর কাজ করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাফি আল ফারুক বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কত টাকার মালামাল পুড়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
জেইউ/আইএসএইচ