যথাযোগ্য মর্যাদার সঙ্গে ফরেন সার্ভিস দিবস পালন করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সোমবার (১৮ এপ্রিল) দিবসটি উদযাপন করে ডেপুটি হাইকমিশন।

ডেপুটি হাইকমিশন জানায়, আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনের দিনটি গর্বের সঙ্গে স্মরণ করা হয়েছে। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার ইতিহাসে মুক্তিযুদ্ধে বাংলাদেশি কূটনীতিকদের অবদান স্মরণীয় করে রাখতে ২০১২ সাল থেকে ১৮ এপ্রিল ফরেন সার্ভিস দিবস পালন করা হয়।

১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এম. হুসেন আলী ও তৃতীয় সচিব আনোয়ারুল করিম চৌধুরীর নেতৃত্বে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী বিদ্রোহ ঘোষণা করেন ও কলকাতায় তৎকালীন পাকিস্তান ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ কূটনৈতিক মিশন হিসেবে ঘোষণা করেন।

তৎকালীন পাকিস্তান ডেপুটি হাইকমিশন কলকাতায় বিদ্রোহের সূচনা করেন এবং এটিকে বাংলাদেশ কূটনৈতিক মিশন, কলকাতা হিসেবে ঘোষণা করেন। এই দিনে কলকাতা ডেপুটি হাইকমিশনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যেটা ছিল আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন।

কলকাতায় এ দিনে বিদ্রোহ ঘোষণা করা কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন— সহকারী প্রেস এটাশে মাকসুদ আলী এবং প্রথম সচিব রফিকুল ইসলাম চৌধুরী।

এনআই/এসএসএইচ