রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে এসেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন তারা। 

বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি এবং উভয় পক্ষকেই শান্ত হওয়ার জন্য বলেছি। সার্বিকভাবে আমরা চাই কোনো ধরনের সংঘাত শিক্ষার্থীদের সঙ্গে যেন তৈরি না হয়। যারা আহত হয়েছেন তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দোকান মালিক সমিতি ও ছাত্র প্রতিনিধি যারা আছে সবাই একসাথে বসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।’

বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠন করার বিষয়টি প্রশাসনের ব্যাপার। আমরা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
 
আরএইচটি/ওএফ