করোনাভাইরাসের টিকা নিলেন স্পিকার
টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সংসদ মেডিকেল সেন্টারে গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়া শেষে স্পিকার বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে এ টিকা দেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় সবারই এ টিকা নেওয়া জরুরি। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ করোনার টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার প্রথম কর্মদিবসেই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি করোনার টিকা নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেনাপ্রধান কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে করোনার টিকা নিতে আহ্বান জানান।
বিজ্ঞাপন
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।
এইউএ/এমএইচএস