নিপোর্টে নতুন মহাপরিচালক
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহজাহান।
রোববার রাতে (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে এতে বলা হয়।
বিজ্ঞাপন
অপর এক আদেশে এতদিন নিপোর্টের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাকে অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. ফয়জুর রহমানকেও ওএসডি করা হয়েছে।
এসএইচআর/এফআর
বিজ্ঞাপন