যাত্রীর পায়ুপথে মিলল আড়াই কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর পায়ুপথ থেকে প্রায় আড়াই কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার (৩০ এপ্রিল) অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে খবর আসে দুবাই থেকে কয়েকজন যাত্রী অবৈধভাবে সোনা দেশে নিয়ে আসছেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফটের কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
বিজ্ঞাপন
দুবাই থেকে ইকে৫৮৪ ফ্লাইটে আসা যাত্রীদের নজরদারিতে রাখেন দলের সদস্যরা। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তিন যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের গ্রিন চ্যানেলে এনে আটক করা হয়। পরে তাদের হ্যান্ড লাগেজ তল্লাশি করে প্রত্যেক জনের কাছে ২ টি করে গোল্ডবার (২৩২ গ্রাম) এবং ৯৯ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়।
তাদের কাছে আরও সোনা আছে কি না জানতে আর্চওয়েতে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় মৃদু শব্দ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যাত্রীরা তাদের রেক্টামে (পায়ুপথ) সোনা থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে প্রত্যেক যাত্রী তাদের রেক্টাম থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮৮০ গ্রাম করে সোনার পেস্ট বের করে দেন।
বিজ্ঞাপন
তিন যাত্রীর কাছে থেকে ৩ হাজার ৬৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দ হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসি/আরএইচ