পিডি’কে প্রকল্প এলাকায় থাকতে বললেন সচিব
প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রকল্প পরিচালককে (পিডি) ১৫ দিনে অন্তত ৪ থেকে ৫ দিন প্রকল্প এলাকায় থাকতে নির্দেশনা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব মো. আব্দুর রউফ। একইসঙ্গে প্রকল্প এলাকায় অবস্থানের পর পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংস্থা প্রধানের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়নের প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
‘শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় পিডিকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
গত ২৪ মার্চ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহমুদ হোসেন জানান, প্রকল্পটিতে ব্যয় হচ্ছে ১৩০ কোটি ৯৬ লাখ টাকা। জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০২২ মেয়াদে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রকল্পের অনুকূলে চলতি ২০২১-২২ অর্থবছরের আরএডিপিতে মোট ১৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিভূত ব্যয় হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৫২.০৪ শতাংশ।
সভায় প্রকল্প পরিচালক বলেছিলেন, প্রকল্পের অনুমোদিত আরডিপিপি অনুযায়ী পূর্ত নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া, প্রকল্পের আওতায় যন্ত্রপাতি, আসবাবপত্র, বইপত্র, কম্পিউটার সামগ্রী ইত্যাদির ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুমোদিত আরডিপিপি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্রয় কার্যক্রম সময়াবদ্ধ কর্ম-পরিকল্পনা প্রণয়ন করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন সচিব।
সচিবের এই নির্দেশনার পর বস্ত্র অধিদপ্তর মহাপরিচালক মো. নূরুজ্জামান বলেন, প্রকল্পের পূর্ত নির্মাণ কাজের গতি ত্বরান্বিত করতে সেনাবাহিনীর ইইনসি’র শাখাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ইইনসি’র শাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ডিজি’র কথার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রতিনিধি জানান, প্রকল্পের পূর্ত নির্মাণ কাজের গতি বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অতি শিগগির পূর্ত নির্মাণ কাজের গতি বৃদ্ধি পাবে।
ওই দিনের সভায় সচিব মো. আব্দুর রউফ বলেন, প্রকল্পের পূর্ত নির্মাণ কাজের গতি বাড়াতে প্রকল্প পরিচালক প্রতি ১৫ দিনে কমপক্ষে ৪ থেকে ৫ দিন প্রকল্প এলাকায় অবস্থান করবেন। বিষয়টি সংস্থা প্রধান নিবিড় পরিবীক্ষণ করবেন। প্রতি মাসের পরিদর্শন প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংস্থা প্রধানের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।
সভাপতি চলতি অর্থবছরের আরএডিপিতে প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া অর্থ আবশ্যিকভাবে ব্যয় করার নির্দেশনা দেন। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে প্রকল্প পরিচালক দায়ী থাকবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রকল্পের সব বাস্তবায়ন কার্যক্রম সরকারি আর্থিক বিধি-বিধান, পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ যথাযথভাবে অনুসরণ করে শেষ করতে হবে। বাস্তবায়িত কার্যক্রমের বিপরীতে ইতোমধ্যে উত্থাপিত অডিট আপত্তিগুলো নিষ্পত্তি করে সংস্থা প্রধানের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেন সচিব।
এসআর/এমএইচএস