স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মোছা. রাজিয়া বেগম (৫৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (৭ মে) রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত রাজিয়া বেগম চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকার আব্দুর সত্তারের স্ত্রী।
বিজ্ঞাপন
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাজিয়া বেগমের সঙ্গে তার স্বামী আব্দুর সাত্তারের অনেক দিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শনিবার দুজনের মধ্যে ঝামেলা শুরু হলে একপর্যায়ে স্বামী ছুরি দিয়ে স্ত্রী রাজিয়া বেগমকে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএম/ওএফ
বিজ্ঞাপন