জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৬১টি জেলা পরিষদের প্রশাসকরা। 

রোববার (৮ মে) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশ জেলা পরিষদ ফোরামের আহ্বায়ক মো. মহিউদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসকরা।

সম্প্রতি পাবর্ত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

এনআই/জেডএস