রাজধানীর মুগদা থানা এলাকা থেকে এক নারীকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম-পরিচয় জানা যায়নি । 

পুলিশ বলছে, মৃত নারীর আনুমানিক বয়স হবে ৬০ বছর। নারীর পরিচয় শনাক্তকরণে সহায়তার আহ্বান জানিয়েছে মুগদা থানা পুলিশ। মঙ্গলবার (৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, গত ১৮ এপ্রিল ভোর ৪ টায় মুগদা থানার মানিকনগর বিশ্বরোড এলাকার মিয়াজান গলির সামনে অজ্ঞাতনামা এ নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত থানা পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি ২৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ সংক্রান্তে ডিএমপির মুগদা থানায় ২৭ এপ্রিল একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। মৃত নারীর ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে মুগদা থানার তদন্তকারী অফিসার এসআই মো. জয়নাল আবেদীন (০১৭১৯-৫৬০২৫০) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওসি প্রলয় কুমার সাহা।

এমএসি/আরএইচ