রাজধানীতে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
রাজধানীর শনির আখড়ায় মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের নাম জাহাঙ্গীর হোসেন ওরফে পরান।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান জানান, শনির আখড়ায় একটি বাড়িতে ঢুকে মা ও মেয়েসহ তিন জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি।
বিজ্ঞাপন
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে শনির আখড়ার শেখদী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইয়াসমিন আক্তার (৩৫), তার মেয়ে মাহমুদা মেহেরিন (১৫) ও তাদের প্রতিবেশী রুহুল কুদ্দুস বাবু (৪৫)। ওই ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, এব্যাপারে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন
জেইউ/ওএফ