শীতের সকালে উত্তরাঞ্চলের মানুষের পথচলা

প্রকৃতিতে বসন্ত এলেও উত্তরাঞ্চলে সহসাই কমছে না শীত। রাতে সামান্য কমতে পারে এ অঞ্চলে তাপমাত্রা। এছাড়া দেশের অন্যন্য স্থানে প্রায় অপরিবর্তিত থাকবে আবহাওয়া পরিস্থিতি। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেমন বড় কোনো পরিবর্তন নেই আবহাওয়ায়। নেই বৃষ্টির সম্ভাবনাও।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে অন্যান্য এলাকায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা আছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালের খেপুপাড়া অঞ্চলে ৩০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী ও অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

ঢাকায় সন্ধ্যায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আর সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিট।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একে/এফআর