দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে আহরণ করা প্রায় ১০ হাজার চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এছাড়া চিংড়ি রেণু ধরার ৩০টি ঠেলা জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (১১ মে) দুপুরে  হালদা-কর্ণফুলী নদীর মোহনায় কালুরঘাট ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।

সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অভিযানের সময় কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছের রেণু ধরার সময় ৩০টি ঠেলা জাল, নৌকা ও আনুমানিক ৩০ হাজার চিংড়ি রেণু জব্দ করা হয়। পরে রেণুগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া  হয়েছে।

তিনি বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় এবং প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান  অব্যাহত থাকবে।

কেএম/এসএম