শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম। রোববার (১৫ মে) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
কলম্বোর বাংলাদেশ দূতাবাস এক টুইটে জানায়, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ও বাংলাদেশের হাইকমিশনার দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক অবস্থান স্থিতিশীলতায় আনার ক্ষেত্রে ঢাকা কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়টি আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
গত বছরের মে মাসে বাংলাদেশ থেকে ২০ মিলিয়ন ডলার ঋণ নেয় শ্রীলঙ্কা। গত বছর নেওয়া এ ঋণ পরিশোধের মেয়াদ ছিল চলতি মে মাস পর্যন্ত। কিন্তু বৈদেশিক ঋণের চাপে জর্জরিত দেশটিকে ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর্থিক অব্যবস্থাপনার প্রতিবাদে সম্প্রতি তুমুল গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপকসের পদত্যাগের পর শ্রীলঙ্কার হাল ধরেন রনিল বিক্রমাসিংহে। গত বৃহস্পতিবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিজ্ঞাপন
এনআই/আইএসএইচ