কারো হাতে প্ল্যাকার্ড, কারোর মুখে স্লোগান। স্কুলের শিক্ষার্থীরা রাস্তার পাশে দাঁড়িয়ে বলছিল- শহর এলাকায় গাড়ির গতি ৩০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে। তাহলে সড়কে দুর্ঘটনা কমে আসবে। তাদের সঙ্গে যোগ দিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ট্র্যাফিক পুলিশ সদস্যরাও।

সোমবার (১৬ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে জাতিসংঘ বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ৫২টি সংগঠনের সমন্বয়ে গঠিত ন্যাশনাল রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ এই কর্মসূচি পালন করে।

সেখানে অনুষ্ঠিত হয় পথসভা ও শোভাযাত্রা। পথসভা ও শোভাযাত্রার মূল স্লোগান ছিল আঞ্চলিক ও মহাসড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত শহর, স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করার সময় গড়ির গতি ৩০ কিলোমিটারের মধ্যে সীমিত রাখতে হবে। কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।

আয়োজকদের একজন বলেন, বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ আমরা পালন শুরু করেছি। তাতে সবার অংশগ্রহন দেখে আমি অভিভূত।

এমএইচএন/আইএসএইচ