বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঢাকা পোস্ট কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বারিধারার সোহরাওয়ার্দী রোডে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাবেক আইজিপি শহীদুল হক বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে তথ্যপ্রবাহ বাধাহীনভাবে চলতে দেওয়া হয়। নিউজ মিডিয়া যেন নিরপেক্ষভাবে মানুষের কথা বলার সুযোগ পায়, তাহলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমি আশা করব, ঢাকা পোস্ট তরুণ যারা সাংবাদিক আছেন এবং ঢাকা পোস্টের ম্যানেজমেন্টের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কাজ করে যাবে।’

গণমাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা উচিত বলেও সাবেক এই আইজিপি জানান। এ সময় তিনি পাঠকদের উদ্দেশে বলেন, আপনারা (পাঠক) নিজেরাই বিচার বিশ্লেষণ করবেন কোন নিউজটা বস্তুনিষ্ঠ এবং সত্য সেটা বিচার করুন। যোগাযোগ মাধ্যমে অনেক গুজবের ছড়াছড়ি। সেগুলো পাঠকদের জ্ঞানবুদ্ধি দিয়ে বিচার করতে হবে। গুজব বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদকে গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা।

ঢাকা পোস্টের প্রধান কার্যালয় ছাড়াও বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রতিটি জেলায় অনলাইনভিত্তিক এ সংবাদমাধ্যমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এমএসি/এফআর