ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা প্রয়োগ কার্যক্রমের নবম দিনে টিকা নিয়েছেন আরও দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। এ নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে দেশব্যাপী মোট টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। নতুন ৩৫ জনসহ পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৪৯০ জনের।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগের মানুষ সবচেয়ে কম টিকা নিয়েছেন। এ সময়ে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩৪ হাজার ৪৬ জন, যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন তিন হাজার ৬৪৬ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনার টিকা নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন। তাদের মধ্যে পুরুষ ৪৭ হাজার ৮৮৫ এবং নারী ২৪ হাজার ৮৫৪ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১২ জনের। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট তিন লাখ ৭৫ হাজার ৪৪৪ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১১০ জনের।

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯ হাজার ৮৭২ জন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৭৭ এবং নারী তিন হাজার ৫৯৫ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তিন জনের। শুরু থেকে এ পর্যন্ত এ বিভাগে ৬০ হাজার ৬০২ জন টিকা নিয়েছেন, এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৯ হাজার মানুষ। এর মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৫, নারী ১৫ হাজার ৯৭৫ জন এবং পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে সাত জনের। এ বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট তিন লাখ ১৯ হাজার ৯৫৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১২৫ জনের।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২৪ হাজার ৯২০ জন। এর মধ্যে ১৬ হাজার ৪৭৫ জন পুরুষ এবং আট হাজার ৪৪৫ জন নারী। তাদের কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। সবমিলিয়ে এ বিভাগে মোট টিকা নিয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬৮৩ জন, এর মধ্যে মোট ৪৫ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২০ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৬ এবং নারী সাত হাজার ৩৩৫ জন। কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ বিভাগে গত ২৭ জানুয়ারি থেকে সর্বমোট এক লাখ ২৭ হাজার ৪৪৫ জন টিকা নিয়েছেন, এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৫৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৪০ জন পুরুষ ও আট হাজার ৬৮৬ জন নারীসহ মোট ২৫ হাজার ২৬ জন মানুষ টিকা নিয়েছেন খুলনা বিভাগে। টিকা নেওয়ার পর ৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। সবমিলিয়ে এ জেলায় মোট এক লাখ ৫৩ হাজার ১৭৫ জন টিকা নিয়েছেন, এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৭৪ জনের।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১২ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ১৯৪ এবং নারী তিন হাজার ৯৪২ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তিন জনের। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে সর্বমোট টিকা নিয়েছেন ৬৩ হাজার ৬৫৯ জন, এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২৪ জনের।

সিলেট বিভাগের গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১২ হাজার ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ২২০ জন এবং নারী চার হাজার ১৭৮ জন। কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। এ বিভাগে এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন এক লাখ ৫ হাজার ৬৩৬ জন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২৪ জনের।

টিআই/এসএসএইচ