অনলাইনে মিলবে কৃষিপণ্যের আমদানি-রপ্তানির অনুমতিপত্র
অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
দেশে চালু হলো উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অনলাইনভিত্তিক অটোমেশন পদ্ধতি। এখন থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানি ও রপ্তানির জন্যে অনলাইনে আবেদন করার পাশাপাশি সনদও পাবেন উদ্যোক্তারা। এতে তাদের সময় ও শ্রম দুই-ই বাঁচবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইনে যুক্ত হয়ে এ অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় তিনি স্বচ্ছতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন। কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের অধীনে উদ্ভিদ সংগনিরোধ উইং এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, তথ্য প্রযুক্তিতে অনেক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ এই অটোমেশন পদ্ধতিটি চালু হলো।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৩০টির মতো সংগনিরোধ কেন্দ্র রয়েছে। প্রায় চার হাজারের মতো প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানের আমদানি ও রপ্তানির অনুমতির জন্যে এ প্রতিষ্ঠান থেকে সনদ দরকার হয়।
বিজ্ঞাপন
আমাদের আরও সামনের দিকে আগাতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শুধু উদ্ভিদ সংগনিরোধে নয়, কৃষি মন্ত্রণালয়ের সব দপ্তরে এই অটোমেশন পদ্ধতিতে যেন যেতে পারে তার উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে কৃষককে প্রযুক্তিগত সুবিধা দিতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, একটা বিষয়ে ভালো লাগছে যে এই অটোমেশনের মাধ্যমে আমাদের কোনো ক্লায়েন্টের দুর্ভোগ হবে না। স্বচ্ছতা আসবে। এই স্বচ্ছতা কিন্তু বড় বিষয়। এটিও আমাদের অগ্রযাত্রার অন্যতম মাইলফলক। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের স্বচ্ছতা নিয়ে কাজ করবেন। এটা ভালো কাজ করার সুযোগ।
তথ্য প্রযুক্তির সফলতায় অনেক স্বচ্ছতা তৈরি হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমি মনে করি আগামী তিন বছরের মধ্যে আর টেন্ডারবাজি থাকবে না। এক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক অনিয়ম হতো। কিন্তু ই-টেন্ডারের কারণে এই অনিয়ম বন্ধ হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, উদ্ভিদ সংগনিরোধ উইং পরিচালক ড. মো. আজহার আলী প্রমুখ।
একে/ওএফ