রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ পরীক্ষায় পাস করানোর নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রের মূলহোতার নাম ইকবাল। গ্রেপ্তার অন্য ২ জন তার সহযোগী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়  উত্তীর্ণের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য। তাদের কাছ থেকে বেশকিছু ডিভাইস ও আলামত উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে গত চার দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

এআর/এসকেডি