রাজধানীর খিলগাঁওয়ে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. আলামিন আকন্দ (৩৭)। তিনি পেশায় একজন রিকশা চালক।

বুধবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে আদর্শ গলি এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলামিনের স্ত্রী ঝুমুর আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী একজন রিকশা চালক। রাতে বাসায় এসে টেবিল ফ্যানের সুইচ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার স্বামী আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমার একটি ছেলে। আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় কীভাবে সংসার চালাবো। আগে তো স্বামীর আয় দিয়ে কোনো রকমে সংসারটা চলত।

খিলগাঁও আদর্শ গলি এলাকার ৩৪০/২ নম্বর টিনশেড বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন আলামিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএইচএস