নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তাররা হলেন মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনাইদ মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৫টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের সিটিআই-২ টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে তাদের সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচারে কাজ করত। সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক চ্যানেল ও গ্রুপ রয়েছে যেখানে অসংখ্য মেম্বার বা ফলোয়ার রয়েছে। এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণা চালানো হতো।

আরও জানা যায়, গ্রেপ্তাররা আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করত। সরকারবিরোধী প্রচারণা চালিয়ে জিহাদের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে তথাকথিত ইসলামি খিলাফত ও গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষে শলা-পরামর্শ করছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।

এমএসি/আইএসএইচ