মেডিয়েশন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (২৮ মে) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে ক্রেস্ট দেওয়া হয়। ক ও খ গ্রুপে বিজয়ী ৬ জন শিশুকে ক্রেস্টের সঙ্গে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি (পলিটিক্যাল) মো. নাফিউল ইসলাম, ভোলা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, বিমসের আঞ্চলিক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শারমিন আফরোজ কনা, বিমসের নেপালের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পাণ্ডে, ভারতের পিএমসির ডিরেক্টর জেনারেল আশা মাহান্ত। 

এশিয়া আফ্রিকা মেডিয়েশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুণ্ডুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। বিমসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের যেমন প্রতিভা বিকাশে সাহায্য করবে, তেমনি মেডিয়েশন বিষয়ে চিত্রাঙ্কন শিশুদের শান্তিপ্রিয় মানুষ হিসেবে গড়ে তুলবে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য বিমসের প্রতি আহ্বান জানান বক্তারা।

এমএইচডি/জেডএস