প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন ১৭৭ কর্মকর্তা
প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন ১৭৭ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। রোববার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ মোতাবেক ১৭৭ উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (পূর্বতন অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (১০ম গ্রেড) বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হলো।
বিজ্ঞাপন
পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদেরকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এসএইচআর/আইএসএইচ
বিজ্ঞাপন