ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়। এই ৭৩ জনের মধ্যে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমারেরও নাম রয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

ডিএমপি সূত্রে জানা যায়, বিপ্লব কুমার সরকার বিসিএস ২১তম পুলিশ ব্যাচের কর্মকর্তা।

গত বছরের ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়। এর আগে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এ পদেই দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। গত ১৮ অক্টোবর ডিএমপির ডিসি পদেই বিপ্লব কুমারকে রংপুর থেকে ফিরিয়ে আনা হয়।

আরও জানা যায়, ২০১৩ সাল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত রেকর্ডসংখ্যক ২৩ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন বিপ্লব কুমার সরকার। এছাড়া তিনি ২০১৪ সালে প্রথম পিপিএম ও ২০১৬ সালে বিপিএম পদক অর্জন করেন।

এমএসি/আইএসএইচ