সংগৃহীত ছবি

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে ফোন করছে প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (২০ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিয়ানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্র মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তা-কর্মচারীদের ফোন করে বলছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিকাশে টাকা দাবি করছে প্রতারকরা। বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী মন্ত্রণালয়কে এ বিষয়ে  অবহিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোনে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের কাছে চাঁদা দাবি করায় অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) তথা ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ ব্যাপারে অতিরিক্ত সচিব ঢাকা মহানগরের শাহবাগ থানায় জি.ডি করেছেন। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

চাঁদা দাবির বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করে ভূমি মন্ত্রণালয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে গত ১৪ ডিসেম্বর চিঠি পাঠিয়েছে।

এসএইচআর/এইচকে