রাজধানীর রূপনগর এলাকা হতে ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ জুন) বিকেলে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. জাফর (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার বাড়ি কিশোরগঞ্জে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার জাফর বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আইএসএইচ