র্যাবের অভিযানে বিয়ার-ফেন্সিডিলসহ আটক ৪ মাদক কারবারি
রাজধানীর ভাটারা ও উত্তরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৯৬ ক্যান বিয়ার ও ১৯৮ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, র্যাব-১ এর একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদক বিয়ার বহন করে রাজধানীর নতুন বাজার এলাকার দিকে যাচ্ছে।
বিজ্ঞাপন
ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে ভাটারার নতুন বাজার মাদানী এভিনিউয়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সাইফুল সরদার (৩৪) নামে একজনকে আটক করা হয়। তিনি ফরিদপুর সদরের মো. খালেক সরদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫৯৬ ক্যান বিয়ার ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায়, সাইফুল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
বিজ্ঞাপন
অন্যদিকে মঙ্গলবার র্যাব-১ এর পৃথক দল জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল নিয়ে অবস্থান করছেন তিন মাদককারবারি। পরে সেখান থেকে ফারুক আলী (২৮), মো. মালেক (৪৭) ও রেজাউল করিম (২৬) নামে তিন মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে আটককৃতদের জব্দ মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/ওএফ