দেশের সামাজিক নিরাপত্তা খাতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)। স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে এ অর্থ দিচ্ছে এডিবি।

মঙ্গলবার (১৪ জুন) এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন। এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, কোভিড সংকট থেকে দেশের আর্থিক অবস্থা উন্নয়নেও এই ঋণ ব্যবহার করা হবে। এই কর্মসূচির অধীনে মোট ৫০ কোটি ডলারের ঋণ সহায়তা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গত অর্থবছরে ২৫ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় ধাপে মঙ্গলবার আবার ২৫ কোটি ডলারের ঋণ চুক্তি সই হলো।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭০ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে। এরপর থেকে এ সংস্থা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এ যাবত বাংলাদেশ সরকারকে ২৬ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা এবং ০ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরে সহায়তা দিয়ে থাকে।

এসআর/ওএফ