রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় মোছা. মুন্নি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে দরজা ভেঙে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, তার স্বামী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জেরে সবার অগোচরে নিজের কক্ষে গিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  

এসএএ/এসকেডি