সম্প্রতি ৪৪ গাড়ি চালককে নিয়োগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদের মধ্যে ৩৩ জনকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বর্জ্য সংগ্রহ ও পরিবহন সহায়ক যান যন্ত্রপাতি পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করছে করপোরেশন।

নিয়োগ পাওয়া ৩৩ জন গাড়ি চালকের (ভারী) আজ (২৭ জুন) স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে ডিএনসিসি। করপোরেশনের সচিব মোহম্মাদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

মাসুদ আলম ছিদ্দিক জানান, নিয়োগ পাওয়া ৪৪ জন ভারী গাড়ি চালকদের মধ্যে ৩৩ জনকে ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বর্জ্য সংগ্রহ, পরিবহন সহায়ক, যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পদায়ন করা হয়েছে।

ভারী গাড়িচালক হিসেবে নিয়োগ পাওয়া ৩৩ জনের মধ্যে রয়েছেন- কামরুল হাসান, শাহিন হাসান, মোহম্মদ ইউসুফ, মাসুদুর রহমান, মুসা গাজী, দুলাল শিকদার, হাবিবুর রহমান, আবু সাঈদ, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, নূর আমিন, মহিদুল ইসলাম, হোসেন মিয়া, এস এম রবিন।

আরও আছেন- সানজিদ, মিজানুর রহমান, হযরত আলী, আশরাফুল ইসলাম, আরাফাত তালুকদার, রফিকুল ইসলাম, ইস্রাফিল হোসেন, শাহীন, নূর ইসলাম, মাসুদ আলী, অহিদুজ্জামান স্বপন, ইসমাইল হোসেন,রুবেল মিয়া, রাশেদুল ইসলাম হিরন, রুবেল, রনি, গাজী সুমন, বিশ্বজিৎ তালুকদার এবং লিটন হোসেন।

এএসএস/এমএইচএস