নির্বাচন দেখতে আসা সেই কলেজছাত্রের মৃত্যু
নিহত কলেজছাত্র হাবিব
আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন কলেজছাত্র হাবিবুল ইসলাম (১৮)। চট্টগ্রামের চান্দনাইশ পৌরসভা নির্বাচনে কাউন্সিলরদের নির্বাচন দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার ঢাকা পোস্টকে বলেন, পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন নির্বাচন দেখতে আসা কলেজছাত্র হাবিব। সেসময় তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে তিনি মারা যান।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলরপ্রার্থী আবু তৈয়ব ও আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন কলেজছাত্র হাবিব। নিহত হাবিব পৌরসদরের দক্ষিণ গাছবাড়িয়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার আট দিন অতিবাহিত হলেও রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানিয়েছেন ওসি নাসির উদ্দীন।
বিজ্ঞাপন
আরএইচ