বুকিং সহকারীরা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা
কমলাপুর রেলস্টেশনের বুকিং সহকারীদের নিয়ে যাত্রীদের অভিযোগ- তারা একটি টিকিট ইস্যু করলে আরেকটি টিকেট ইস্যু করে ব্যক্তিগতভাবে রেখে দেন।
এ প্রসঙ্গে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার জানিয়েছেন, শুধু এটি নয় যেকোনো ধরনের অনিয়ম চোখে পড়লে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার ৪ জুলাই স্টেশন ম্যানেজার রুমে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
• আরও পড়ুন : ৪৮ ঘণ্টা অপেক্ষার পর মিলেছে ট্রেনের টিকিট
বিজ্ঞাপন
মাসুদ সারওয়ার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি বুকিং সহকারীসহ এখানে আমরা যারা আছি, আমাদের কোনো অনিয়ম করার সুযোগ নেই।
তিনি বলেন, এই চার দিনে দেখা গেছে উত্তরবঙ্গের যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া সবচেয়ে কম চাহিদা চট্টগ্রামের ট্রেনের টিকিটের। টিকিট নিতে এসে ভোগান্তি আছে, এটা স্বীকার করি। কারণ আমাদের প্রতিটি ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট। যার ফলে সবাই টিকেট পাবেন, এটা বলা সম্ভব না।
• আরও পড়ুন : নজর কাড়ছে গোলাপি রঙের মহিষ
এর আগে সকালে নীলফামারীর টিকিট প্রত্যাশী রাজু আহমেদ অভিযোগ জানিয়ে ঢাকা পোস্টকে বলেন, সাধারণ মানুষ দিনের পর দিন অপেক্ষা করে। আর ফাঁক পেলেই বুকিং সহকারীরা টিকিট মেরে দেয়। মনিটরে দেখলাম, একজন ৪টি টিকিট কিনলে তার ফাঁকে ২টি টিকিট অতিরিক্ত ইস্যু করে তারা। হয়তো অনেকে বিষয়টি বোঝেও না।
এমএইচএন/এনএফ