মিরপুরের সবুজ বাংলা বস্তিতে আগুন

রাজধানী মিরপুরের সবুজ বাংলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান।

তিনি জানান, মিরপুরের সবুজ বাংলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। আগুনটি বড় আকার ধারণ করছে। বস্তির অধিকাংশ টিনের ঘর ইতোমধ্যেই পুড়ে যাচ্ছে।

এমএসি/এফআর