চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের মহিষেরবাম এলাকায় ডাকাতের গুলিতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে গোলাগুলির পর ঘটনাস্থল থেকে রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী মো. কামালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অভিযানে শীর্ষ সন্ত্রাসী কামালকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এলজি ও কার্তুজ জব্দ করা হয়। তাকে ধরতে গিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই আবুল ফয়েজ জুয়েল বাদী হয়ে বুধবার (৬ জুলাই) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কামালের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার জানা গেছে , ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত পদুয়া ইউনিয়নের মহিষেরবাম এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযানে যায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদের গুলিতে রাঙ্গুনিয়া থানার ওসিসহ তিন সদস্য আহত হন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি এলজি, ২টি কার্তুজ উদ্ধার ও ডাকাত কামালকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

কেএম/এসকেডি