রাজধানীর আদাবর থানায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন হোসেন (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-১ এ কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে সুনির বিল হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, সকালে বেড়িবাঁধ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় গরুর ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চালক ও হেলপার ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। আমরা তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। নিহত রতন হোসেন পুলিশের স্পেশাল প্রটেকশন ব্যাটেলিয়ন-১ এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

এসএএ/আইএসএইচ