২১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা জাতীয় কমিটির
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবিতে আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার (৮ জুলাই) পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে জাতীয় কমিটির বৈঠক থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সভায় জাতীয় কমিটির নেতারা দাবি করেন, প্রতি বছর জনগণের করের হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির অপচেষ্টাও চলছে। এই অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, দেশের গ্যাস অনুসন্ধান, উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, শিল্প কৃষিসহ ঘরে ঘরে সুলভমূল্যে পরিবেশবান্ধব বিদ্যুৎ দিতে জাতীয় কমিটির খসড়া প্রস্তাব এবং বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে আমদানি নির্ভরতার কারণে আজ যে সংকট তৈরি করা হয়েছে তার দায় সাধারণ জনগণ নেবে না। এ দায় সরকারকেই নিতে হবে।
বিজ্ঞাপন
জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকী, নজরুল ইসলাম, ডা. হারুন অর রশীদ,আকবর খান প্রমুখ।
এএইচআর/এসকেডি